সেতুতে উঠতে মই’ই যখন ভরসা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় তুরাগ নদের ওপর গত কয়েক বছর ধরে নির্মাণাধীন রয়েছে একটি সেতু। সেতুটির পূর্ব অংশে সংযোগ সড়ক না থাকায় মানুষের চলাচলের জন্য মই এখন ভরসা হয়ে পড়েছে। তবে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, উপজেলার সাকাশ্বর এলাকায় তুরাগ নদের ওপর গত কয়েক বছর ধরে নির্মাণাধীন রয়েছে একটি সেতু। সেতুটির পশ্চিম পাশের কাজ প্রায় শেষ। তবে পূর্ব পাশের অংশটিতে এখনো সড়কের সঙ্গে সংযোগ করা হয়নি। কিন্তু সেতুটির নির্মাণ কাজের জন্য সেতুর পূর্ব পাশে তৈরি করা হয়েছে লোহার মই। সংযোগ সড়ক না থাকায় ওই মই দিয়েই গাজীপুর সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের খালিশাবর্থা এলাকাসহ কয়েকটি এলাকার শতশত মানুষ তুরাগ নদ পার হচ্ছে।

জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন পেশার নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ ওই মই বেয়ে সেতুর ওপর উঠছে এবং তুরাগ নদ পারাপার হচ্ছে। তবে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।