হঠাৎ সানির শরীরে সাপ, আতঙ্কে চিৎকার (ভিডিও)

‘তেরা ইন্তেজার’ সিনেমাতে আরবাজ খানের বিপরীতে অভিনয় করছেন সানি। মুম্বাইয়ে সেই ছবির শুটিং চলছিল। এরই এক ফাঁকে আয়েশ ভঙ্গিতের চেয়ারে বসে স্ক্রিপ্টটি ঝালিয়ে নিচ্ছিলেন নায়িকা। এমন সময় তার চোখে পড়ে তার সামনে একটা জেন্ত সাপ ঝুঁলছে।

দৃষ্টি পড়তেই সেটা সঙ্গে সঙ্গে তাঁর গায়ে এসে পড়ে। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করতে করতে সেখান থেকে দ্রুত পালিয়ে যান সাবেক এই পর্নো তারকা। যদিও শেষ দিকে তিনি আঁচ করতে পেরেছিলেন সাপটি নকল। রেগে গিয়ে রীতিমতো তাড়া করেন। যদিও, মজার ছলেই গোটা ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন সানি।