হামলাকারীর উপর কোনো রাগ নেই : জাফর ইকবাল

হামলাকারীর উপর কোনো রাগ নেই উল্লেখ করে লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তাকে ভুল বুঝিয়ে এটা করানো হয়েছে। তার জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে এখন বলা যাচ্ছে না। এটা আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে। আমরা চাই না আর কেউ জঙ্গি সংশ্লিষ্টতায় জড়াক।দীর্ঘ ১১ দিন চিকিৎসা শেষে সিলেট ফিরে সাংবাদিকদের তিনি কথা বলেন।

বুধবার বেলা ১২টা ৪৬ মিনিটে বেসরকারি একটি বিমানে করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. জাফর ইকবাল।

এ সময় তার সহকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিয় ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।

তিনি বলেন, নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে। তার অফিস, বাসা এমনকি তিনি যেখানে যাবেন পুলিশ তার সাথে থাকবে।

গত ৩ মার্চ শাবিপ্রবির মুক্তমঞ্চে হামলার শিকার হন জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।