১০ কেন্দ্রে এজেন্ট বের করার অভিযোগ হাসানের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র থেকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার সকাল আটটা ২০ মিনিটে বছিরউদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দেয়ার পর তিনি এই অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী বলেন,‘এখন পর্যন্ত প্রায় ১০টি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মারধর করা হচ্ছে। অভিযোগ জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে পাচ্ছি না। এভাবে এজেন্টদের বের করে দিয়ে যদি নির্বাচন হয় হাতলে শেষ পর্যন্ত কত ভোট পড়বে আমি জানি না।’
এছাড়া হাইকোর্টে থেকে গতকাল নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে নির্দেশ দেয়া হলেও পুলিশ তা মানছে না অভিযোগ করেছেন তিনি।
শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না জানতে চাইলে হাসান উদ্দিন বলেন, ‘অবশ্যই থাকবো। ফেইলর ইজ দ্যা পিলার অব সাকসেস।’
নির্বাচনের কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে বিএনপি প্রার্থী বলেন, সবকিছু দেখার পরই এ ব্যাপারে মূল্যায়ন করবো।
আরেক প্রশ্নে হাসান উদ্দিন বলেন, জনগণ মেনে নিয়ে আমরাও মেনে নেব।
এর আগে সকাল আটটায় গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন শেষ হবে বিকাল চারটায়।
নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি)।
এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন