২০৩০ সালের মানুষ এসে দেখালেন ২১২০ সালের ভয়াবহ ভিডিও!
একটি ইউটিউব চ্যানেলে এসে এক ব্যক্তি পরিচয় দেন যে, তার নাম নোয়াহ্। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা। তিনি ২০৩০ সাল থেকে এসেছেন এবং সঙ্গে এনেছেন ২১২০ সালের একটি ভয়াবহ ভিডিও। তার ভাষ্য, ১০২ বছর পরে তিনি তার শহরের অবস্থা দেখেই স্তম্ভিত। খবর এবেলার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘অ্যাপেক্স টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলে আবির্ভূত হন ওই ব্যক্তি। তিনি তার পরিচয় দেন ‘নোয়াহ্’ বলে। এবং তারপরে তিনি তার সময়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন।
নোয়াহ্ দাবি, তিনি এক ‘টপ সিক্রেট মিশন’-এ ২১২০ সালে যান। মিশন ব্যর্থ হওয়াতেই তিনি ২০১৮ সালে ফিরে এসেছেন।
নোয়াহ্র মোবাইল ফোনের ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা সত্যিই ভয়াবহ। ভিডিওতে দেখা যায়, লাস ভেগাস শহরের আকাশে লাল মেঘ। তার মতে, এই মেঘ বিশ্ব উষ্ণায়নের ফল। ২১২০-এর লাস ভেগাসে দুরন্ত গরম, সে কথাও জানান এই স্বঘোষিত টাইম ট্রাভেলার।
ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। তবে বেশ কিছু দর্শক ভিডিওটি জাল বলে দাবি করেন। অনেকে ভিডিওটিতে বিভিন্ন ত্রুটিও দেখান।
বেশির ভাগের বক্তব্য, ২০৩০ সালের মানুষ ২০১৮ সালের ফোন ব্যবহার করছেন, এখানেই তো খটকা লাগে! অনেকের মতে, এটা একটা থ্রিডি অ্যানিমেশনের বেশি কিছু নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন