বিএনপি-জামায়াত এমন দোয়া করছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তীব্র হোক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তীব্র হোক। বাংলাদেশে দূর্যোগ নেমে আসুক। বিএনপি-জামায়াত এমন দোয়াই করছে। তাদের সেই দোয়া কবুল হবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় ও নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

নবনির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালামের সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো গ্রাম শহর হবে। সেই স্বপ্ন মেহেরপুরে প্রথম বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধুর নামানুসারে মেহেরপুরের বৈদ্যনাথতলা ১৯৭১ সালের ১৭ এপ্রিলে বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে বৈদনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়। বঙ্গবন্ধুর নামানাসারে মুজিবনগরের কারণে আওয়ামী লীগ ছাড়া কোন সরকার মেহেরপুরের উন্নয়নে এগিয়ে আসবেনা। এজন্য আমাদের সম্মিলিতভাবে মেহেরপুরের উন্নয়নে কাজ করে যেতে হবে। বিএনপি জামায়াতের দৃর্বৃত্তায়ন আমরা দেখেছি ২০১৩ সালে। বিএনপি জামাত সেসময় আন্দোলনের নামে র‍্যাব পুলিশের ওপর গুলি করে। টেলিফোন যোগাযোগের ভূগর্ভস্থ ক্যাবল বিচ্ছিন্ন করে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সড়কের দুপাশের বিভিন্নস্থানে গাছ কেটে মানুষের যোগাযোগ বন্ধ করে দেয়। তারা উন্নয়নের নামে ধ্বংসের খেলা করে। তাদের প্রতিহত করার আহবান জানিয়ে আরও বলেন। বাংলাদেশে মাত্র দুটি দল। একটি আওয়ামী লীগ, আরেকটি আওয়ামী লীগ বিরোধী দল। দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। কঠিন দূর্যোগের মধ্যে করোনা মোকাবেলায় সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে।

সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালাম, মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস ও নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার শামীম আরা হিরা বক্তব্য রাখেন।