মাগুরায় ট্রাক চাপায় ১জন নিহত, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
মাগুরা প্রতিনিধি : শনিবার দুপুরে মাগুরা ২৫০ সয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগী দেখতে আসার পথে আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। নিহতের বাড়ি সদরের হাজিপুর গ্রামে। পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
নিহতের নাতি মঞ্জুরুল ইসলাম অভিযোগ করেন- গ্রামীণ শক্রতার জের ধরে প্রতিবেশী হারুন মিয়া, রোহান হোসেন ও হামিদ জোয়ার্দারের সাথে তাদের পরিবারের বিরোধ চলছিল। গত সোমবার প্রতিপক্ষের লোকজন তাদের পক্ষের তিনজনকে মারপিট করে। শনিবার দুপুরে নিহত আনসার আলী স্বজনদের দেখতে হাসপাতালে আসার পথে ইছাখাদায় প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ আনসার আলীকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেয়।
এ সময় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. কৃষ্ণদাস বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন