শাহরুখ খানের পরের ছবি কি তাহলে আলিয়া ভাটের সঙ্গে?
পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির নাম অবশেষে স্থির হল। শাহরুখ খানের পরের ছবি কি তাহলে আলিয়া ভাটের সঙ্গে?
ছবির নাম ‘যব হ্যারি মেট সেজাল’ । ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ছবির কী নাম রাখা হবে, তা শুরু থেকেই ঠিক করা যাচ্ছিল না।
অবশেষে নাম ঠিক হল। এও শোনা যাচ্ছে, ছবির নাম নাকি সাজেস্ট করেছেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম হিরো রণবীর কাপুর । আলিয়া টুইটে বলেন, Very upset that my title didn’t make it to the finals ! But because you guys are SO cute in this poster I have let it go
ইমতিয়াজ আলির ছবির নাম প্রসঙ্গে একে অপরকে টুইট করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট । শাহরুখ খানের টুইট থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ডিয়ার জিন্দেগীর পর আবার আলিয়া ভাটের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি। উত্তরে কী বললেন বাদশা ? তিনি বলেন, Your title I have kept for the film you and I do next… -জি নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন