মাগুরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুক্রবার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া থেকে অজ্ঞাত যুবকের(২৯) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার সকালে চরগোয়ালপাড়া গ্রামের লোকজন কাজ করতে গিয়ে লাশটি দেখে শ্রীপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের পর তার পরিচয় জানা যায়নি। আমরা তার পরিচয় চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর অাসল রহস্য উৎঘাটন করতে সহজ হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন