মাগুরায় বাসের হেলপারকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শতখালী ইন্দ্রাপাড়া গ্রামের মোঃ আল আমিন(১৮) নামের এক বাসের হেলপারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত আল আমিন শতখালী গ্রামের মোঃ নাজিম মোল্যার পুত্র।
জানা গেছে , আল আমিন গত ৪ বছর যাবত যশোর-মাগুরা সড়কের লোকাল বাসে হেলপারী করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার দুপুর ১২টার দিকে যশোরের নিউমার্কেট বাস স্ট্যান্ড এলাকায় তারই কয়েকজন সহকর্মি গাড়ীর ভিতর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। কয়েকজন গাড়ীর লোকজন মুহুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রæত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেই দিনেই আল আমিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এরপর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আল আমিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত আল আমিনের মা মমতাজ বেগম বলেন, আমার ছেলে বাসের ভিতর ঝাড়– দিচ্ছিল। এমন সময় তার সহকর্মি যশোরের গাইদঘাট পাঠান পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে আলা উদ্দিন,যশোরের স্বরুতী মিলের পূর্বপাশে বসবাসরত রানার ছেলে সোহান, নোয়াপাড়া গ্রামের কিসমতের ছেলে রাব্বিসহ ৬/৭ জন সন্ত্রাসী আমার ছেলেকে প্রকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করেছে। এখন কতিপয় লোকজন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মরেনী। আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যা কারীদের বিচার চাই। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার জানায়।
এদিকে দরিদ্র আল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন