মাগুরায় আশা’র উদ্যোগে প্রি-প্রাইমারী শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা’র পরিচালিত প্রি-প্রাইমারী শিক্ষা কেন্দ্রের ১৫ জন শিক্ষকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা রবিবার শেষ হয়েছে। সমাপনী দিনে শহরের পুলিশ লাইন এলাকার আশা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার সিনিয়র জেলা ম্যানেজার ইকরামুল হক। বক্তব্য রাখেন আশার আঞ্চলিক ম্যানেজার মো. আবু জাফর, শাখা ম্যানেজার নূর আলম সিদ্দিক, শিক্ষা সুপার ভাইজার মো. সাদ্দাম হোসেন প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন পিটিআই ইন্সট্রেকটর কাজী আব্দুল হালিম।
আশার সিনিয়র জেলা ম্যানেজার ইকরামুল হক জানান, প্রাথমিক শিক্ষা শক্তিশালিকরণ কর্মসূচির আওতায় জেলার ৯টি শাখার ১৩৫টি শিক্ষা কেন্দ্রে ৪ হাজার ১২৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আশার সিনিয়র জেলা ম্যানেজার ইকরামুল হক ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন