মেকআপ-গহনা ছাড়াই বিয়ে করে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশি তাসনিম
বাংলাদেশি তরুণী তাসনিম জামানকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হইচই শুরু হয়ে গেছে। গত বুধবার (৯ আগস্ট) তাসনিমের একটি ফেসবুক পোস্ট ঘিরেই এ আলোচনার সূত্রপাত।
বরের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন তাসনিম।
বিয়ে এবং বিলাসিতা- দুই শব্দকে আলাদা করে ভাবা ভীষণ কঠিন। বিয়েতে বর যাই হোক কনেকে ভারী মেকআপ-শাড়ি-স্বর্ণালংকার পরতে হবে। শুধু বাংলাদেশই নয়, উপমহাদেশ অঞ্চলের সব দেশেই এমন ধারণা প্রচলিত। আর এ বিষয়টিকেই চ্যালেঞ্জ জানাতে চেয়েছেন তাসনিম।
নিজের সবচেয়ে স্মরণীয় দিনে তাসনিম পরেছিলেন নানির সাদামাটা সূতি শাড়ি। ফেসবুকে তার পোস্টটি ২৮ হাজার বার শেয়ার করা হয়েছে। প্রতিক্রিয়া দেখিয়েছেন এক লাখ সাত হাজারেরও বেশি মানুষ। পোস্টটিতে দেড়হাজারের বেশি মন্তব্য পড়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন