ঝিনাইদহের মহেশপুরে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই জমজ বোনের
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ : শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেল সাড়ে ৩ বছর বয়সী জমজ দুই বোনের। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত শিশু হাসি ও খুশি ওই গ্রামের জহুরুল ইসলামে জমজ দুই মেয়ে।
নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের ইউপি সদস্য মন্টু মিয়া জানান, ওই গ্রামের জহুরুল ইসলামে জমজ দুই কন্যা শিশু সকালে বাড়ীর পাশে খেলা করছিল। পরে আরও ২ শিশুসহ তারা পাশের ডোবাতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় অন্য দুই শিশু বাড়িতে এসে খবর দেয়। স্বজনরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুল আলম জানান, শিশু দুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। শিশু হাসি ও খুশির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন