মাগুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২২ জন অসচ্ছল ও অসুস্থ ব্যক্তির মধ্যে চিকিৎসা অনুদান বাবদ সর্বাচ্চো ৫০ হাজার ও সর্বনিম্ন ২০ হাজার টাকা হারে মোট ৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের এ চেক হস্তান্তর করেন।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন ডাক্তার মুনশী মো. ছাদুল্লাহ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ।