মাগুরায় খালেদার মুক্তির দাবিতে আইনজীবিদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের মুক্তির দাবিতে মাগুরা জাতিয়তাবাদী আইনজীবি ফোরাম মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মাগুরা জজ কোর্টের সামনে আইনজীবিরা মানববন্ধন পালন করে। মানববন্ধন চলাকালিন বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি এড: কুমুদ রঞ্জন, সদর থানা বিএনপির সভাপতি এড: সাখাওয়াত হোসেন, এড: শাহেদ হাসান টগর, এড: ওয়াসিকুর রহমান কল্লোল প্রমূখ।
বক্তারা বলেন, মিথ্যা মামলায় সরকার বেগম জিয়াকে জেলে রেখে একতরফা নির্বাচন করতে চাই। অবিলন্বে তাদের মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলনের কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন