আমিরাতে অসহনীয় তাপদাহে অতিষ্ট জনজীবন
এম,শরীফ হোসেন, দুবাই থেকে : একে একে রমযান মাস শেষ পর্যায় চলে এল। পুরো মাস জুড়েই সংযুক্ত আরব আমিরাতে তাপদাহ সহনীয় পর্যায় থাকলেও মাসের শেষ সপ্তাহে এসে তাপদাহ বেড়ে গিয়ে অসহনীয় হয়ে উঠে।
সিয়াম সাধনার এ মাসে দুবাই সরকারী আইনানুযায়ী মুসলিমদের জন্য ৮ ঘন্টার পরিবর্তে ৬ ঘন্টা কোনো প্রকার কাজের চাপ ছাড়া বেসিক ডিউটি করানো হয়। তাপদাহ বৃদ্ধির ফলে রোজা রেখে শ্রমিকদের এই ৬ঘন্টা কাজ করাই অসহনীয় হয়ে পরে।অনেককে রোজা ভাঙ্গতেও হচ্ছে।সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে।
এদিকে, জুন,জুলাই ও আগষ্ট এ তিন মাসকে গরমের যৌবন কাল বলা হয়।এসময় তাপমাত্রা ৪৫ ডিগ্রী হতে ৫০ ডিগ্রী সেলসিয়াস কখনও তারও বেশী হয়ে থাকে। অতিরিক্ত এ তাপমাত্রার কারণে মরুভুমি অধ্যুষিত এ দেশে প্রতি বছরের মত এ বছরও সরকারী আইন অনুযায়ী জুন মাসের ১৫ তারিখ হতে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত এ তিন মাস সরকারী বেসরকারি ও ব্যাক্তি মালিকানাধীন সকল কন্সট্রাকশন শ্রমিকদের মধ্যান্হ বিরতি ৪৫ মিনিট এর পরিবর্তে ২ঘন্টা ৩০ মিনিট করার জন্য আদেশ করা হয়। সে হিসেবে দুপুর ১২টা ৩০ মিনিট হতে বিকাল ০৩:০০টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির সময়।এসময় বাহিরে বা খোলা আকাশের নিচে কাজ করা সম্পূর্ন নিষেধ।আদেশ অমান্যকারী মালিকদের ব্যাপারে ব্যাবস্থা গ্রহন করতে স্থানীয় পুলিশ ও সি,আই,ডি’রা বিভিন্ন প্রজেক্টে ঘুরে থাকেন। তদন্তে কোন কোম্পানী বা ব্যাক্তি মালিক দোষী সাব্যস্থ হলে তাকে গুনতে হয় মোটা অংকের জরিমানা অনেক ক্ষেত্রে লাইসেন্স ও বাতিল হবার সম্ভাবনা থাকে।
অন্যদিকে, উক্ত তিন মাসের জন্য অনেক কোম্পানী তাদের দিনের ডিউটি বন্ধ করে সান্ধ্যকালীন ডিউটি অথবা সকাল হতে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বেসিক ডিউটি চালু রাখে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন