কওমি মাদ্রাসার স্বীকৃতিতে চটেছেন তসলিমা
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান দেওয়া তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসরিমা নাসরিন।
বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে এ সংক্রান্ত বিলটি পাস হয়।
‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান বিল ২০১৮ পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
কওমি মাদ্রাসার এ স্বীকৃতির পর তসলিমা নাসরিন সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে প্রতিক্রিয়া প্রকাশ করেন।
ভারতে নির্বাসিত তসলিমা নাসরিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জেনেশুনে এত ক্ষতি কেউ করতে পারে দেশের? জাতির? রাষ্ট্রের ক্ষমতায় যাঁরা আছেন, তাঁরা পারেন। স্বাধীনতার পর থেকে তাঁরাই করে আসছেন সব রকম ক্ষতি।
এছাড়া তিনি তার স্ট্যাটাসে কওমি সংশ্লিষ্টদের উদ্দেশে বিভিন্ন আপত্তিকর শব্দে প্রয়োগ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন