গাজীপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার দুই
গাজীপুরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সিরাজুলের ছেলে ফারুক হোসেন (৩৩) ও একই এলাকার নারায়ন চন্দ্র সরকারের ছেলে অপূর্ব কুমার দিপু (৩২)।
মামলার বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফারুক ও তারসহযোগিরা ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে তার স্বামীকে কক্ষে আটক রাখে। পরে তাকে পাশের কক্ষে নিয়ে ফারুক ও দিপুসহ সাত যুবক পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তারা ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
পরদিন বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ওই নারী সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
তিনি আরও বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ফারুক ও তার সহযোগী দিপুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন