মাগুরায় করোনা রোধে গণজমায়েত নিষিদ্ধ
করোনা রোধে মাগুরায় গণজমায়েত নিষিদ্ধ
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাগুরায় সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাগুরা জেলায় করোনা বিস্তার রোধকল্পে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি ব্যক্তির গণজমায়েত নিষিদ্ধ করা হলো।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘মাগুরায় দিন দিন করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করোনার ঝুঁকি এড়াতে এখন থেকে কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সকল প্রকার সামাজিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের অধিক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে তারা জেলার সংশ্লিষ্ট সকল ইমাম, মুয়াজ্জিন ও কাজিদের বিষয়টি অবগত করেছেন।
জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে চার উপজেলার সকল হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন