পীরগঞ্জে অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই
রংপুররের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দালান ঘরসহ ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষাধিক মালামাল ভস্মিভূত হয়েছে। সোমবার সকালে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ভাদুরার ঘাট গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, উক্ত গ্রামের মংলু চন্দ্রের পুত্র নয়ন চন্দ্রের ২টি টিন ছাবড়ার বেড়া ঘর, দেবেন চন্দ্রের পুত্র কমল চন্দ্রের ১টি ও পঞ্চানন চন্দ্রের পুত্র হেরেন চন্দ্রের ২টি দালান ঘর পুড়ে ভস্মিভূত হয়। পীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে ঘটনাস্থলে পৌচ্ছানোর পূর্বেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কোন মুখ না খুললেও ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ধান, চাল, আলু, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষাধিক মালামাল পুড়ে গেছে। ৩টি পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন