রংপুরের পীরগঞ্জে দফায় দফায় ডিস লাইনের তার ও পাওয়ার মেশিন চুরি!
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে রাতে অন্ধকারে ডিস লাইনের তার ও পাওয়ার মেশিন চুরির অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বেও একই এলাকায় কয়েকদফা তার ও পাওয়ার মেশিন চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একাধিকবার পুলিশ তদন্ত কেন্দ্র ও থানায় লিখিত অভিযোগ করেও কোন ফল পায়নি ভ‚ক্তভোগী ডিস ব্যবসায়ী।
অভিযোগে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের মৃত আইয়ুব আলীর পুত্র মিস্টার জিন্নাহ দীর্ঘদিন ধরে ০৮ নং ওয়ার্ড এলাকায় ডিস ও ওয়াইফাই লাইনের ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি একই এলাকায় রাঙ্গামাটি গ্রামের গোলাম মোস্তফার পুত্র ফিরোজ মিয়াও ডিস লাইনের ব্যবসা শুরু করেন। ফিরোজ ডিস লাইনের ব্যবসা শুরুর পর থেকেই মিস্টার জিন্নাহর ডিস ও ওয়াইফাই লাইনের তার ও পাওয়ার মেশিন চুরি যাচ্ছে। এলাকায় ব্যবসায়ীক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতিভাবে এ চুরি ঘটনা ঘটানো হচ্ছে মর্মে অভিযোগ ভুক্তভোগীর।
গত ১৩ জুলাই রাতে সাঁওতাল পাড়া, রাজবাড়ী থেকে পীরেরহাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ডিস-লাইনের তার ও ৪টি পাওয়ার মেশিন চুরি যায়। এতে প্রায় সোয়া লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এদিকে গত মার্চ মাসের ১ম সপ্তাহে তিন কিলোমিটার, ২৭ ফেব্রুয়ারী ৪ কিলোমিটার তার চুরি গেছে।
ডিস লাইন ব্যবসায়ী মিস্টার জিন্নাহ অভিযোগ করে বলেন, প্রতিন্দ্বিদ্বতা ব্যবসায়ী ফিরোজ মিয়াসহ ডিস সংযোগ বিচ্ছিন্ন ও তার কাটার জন্য দানিসনগর গ্রামের লওয়াব আলীর পুত্র শহিদুল ইসলামও জড়িত। প্রতিহিংসার রোষানলে মিস্টার জিন্নাহর ডিস সংযোগটি বর্তমান বিচ্ছিন্ন রয়েছে।
এসব ঘটনায় মিস্টার জিন্নাহ একাধিকবার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও পীরগঞ্জ থানায় সাধারণ ডাইরী এবং লিখিত অভিযোগ করেও কোন কাজ হয়নি। তিনি আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন