খেলাধূলায় নারীদের বেশি বেশি এগিয়ে আসতে হবে- চাঁদপুরের ইউএনও
চাঁদপুর সদর উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও ইউএনও সানজিদা শাহনাজ বলেছেন, সমাজে প্রতিবন্ধকতা থাকবেই তা মোকাবেলা করেই খেলাধূলায় নারীদের বেশি বেশি এগিয়ে আসতে হবে। আজ সদর উপজেলার মেয়েরা জয়ী হওয়ায় আমি খুব খুশি। কেননা ওরা বলেছিলো প্রতিপক্ষ হাজীগঞ্জকে ৬টা গোল দিবে আর সেটাই দিলো।
৫ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের পুরুষ্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় চাঁদপুর জেলা ক্রিড়া কর্মকর্তা তরিকুল ইসলাম, ফুটবল উপকমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ইউএনও সানজিদা শাহনাজ ফুটবলে বিজয়ী সদরের অধিনায়ক ইতি আক্তারসহ অন্যান্যদের সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং সামনেও জয়ের ধারা অব্যাহত রাখতে উৎসাহ দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন