ঢাকার সাভারে ২০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ
ঢাকার সাভার পৌরসভা এলাকায় ভ্যানগাড়ি করে সরকারি খাদ্য চাউল নেওয়ার সময় হাতেনাতে ২০ বস্তা চাউল জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভারে পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া এলাকার একটি শাখা সড়ক থেকে আটক করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানায়, বাড্ডা ভাটপাড়া এলাকায় সরিকারি খাদ্য অধিদপ্তরের একটি প্রকল্পের চাল অবৈধভাবে ট্রাক থেকে নামিয়ে সরবরাহ করা হচ্ছে। এমন খবরে আমারা সেখানে গিয়ে ২০ বস্তা চালসহ একটি ভ্যান উদ্ধার করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। চালগুলোর বস্তার উপরে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোসহ বিভিন্ন ফলক ছিলো।
এব্যপারে জানতে চাইলে সাভার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমি ঘটনাটি গণমাধ্যম কর্মীদের কাছ থেকেই শুনেছি। এখন পর্যন্ত থানা থেকে অফিসিয়ালি ভাবে আমাকে জানানো হয়নি। আর এই বস্তাগুলো কোথা থেকে এলো বা কারা নিয়ে আসলো বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন