গোবিন্দগঞ্জ পৌরসভায় ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা মার্চ) সকালে ৬নং ওয়ার্ডে মাষ্টারপাড়া বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন ড্রেন ও রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি। পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, আজ মাষ্টারপাড়ার কিছুটা হলেও সমস্যা সমাধানের জন্য ড্রেন ও রাস্তার কাজ শুরু হলো। আশা করি গোবিন্দগঞ্জ শহরে সঠিক পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
মোট ৫৬ মিটার (১৮৩.৭ ফুট) ড্রেন ও সিসি ঢালাই রাস্তা মির্জা আহমেদ ফারুকের বাড়ীর সামনে থেকে অনুপ কুমার রায় বাড়ী পর্যন্ত নির্মাণ করা হবে। ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পৌরসভার এই ড্রেন ও রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার টাকা। ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের বাস্তবায়ন করছে মেসার্স ইনান ট্রেডার্স।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২নং প্যানেল মেয়র রিমন তালুকদার,বাইতুল নূর জামে মসজিদের সভাপতি মির্জা আহমেদ ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,পেশ ইমাম ফজলুল করিম, ফুলু সরকার, ঠিকাদার বিপ্লব ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন