নওগাঁর রাণীনগরে আঃলীগ ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি বাচ্চু, সম্পাদক মুক্তাদি

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে এবং সুবাস চন্দ্র বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধন করেন নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই)আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল,সাংগঠনিক সম্পাদক হাসানুর আল মামুন।অন্যদের মধ্যে,আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সম্পাদক আক্কাস আলী,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সহ-সভাপতি ফরিদা পারভিন,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,মহিলা বিষয়ক সম্পাদিকা শামীম আরা পারভিন লিজা, উপজেলা কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিকেল সাড়ে চারটায় আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















