চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বারসহ গ্রেফতার-১
ভারতে পাচারকালে ৭টি স্বর্ণের বারসহ জুয়েল হোসেন (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবির সদস্যরা।
আটক জুয়েল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, জীবননগর উপজেলা নতুনপাড়া সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করা হয়। ওই টহল দল মোল্লাবাড়ি মোড় থেকে জুয়েল হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৭টি (২টি বড় ও ৫টি ছোট) সোনার বার উদ্ধার করা হয়।
যার ওজন ৮২৯ দশমিক ২৭ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।
কর্নেল মাসুদ পারভেজ আরও জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃত জুয়েলকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন