নরসিংদীতে “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বিকালে সদর মডেল থানা গোল ঘরে এ সভার আয়োজন করে জেলা পুলিশ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদীর পু্লশি সুপার কাজী আশরাফুল আজীম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখার সভাপতি আব্দ্লু মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন সাহা মহাদেব, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

সভায় বক্তারা, ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও আত্মত্যগের কথা স্মরণ করেন। এসময় ২৫ মার্চ কালরাতে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ আত্মার শান্তি কামনা করা হয়।