খাগড়াছড়িতে পিসিজেএসএসের তিন দিনব্যাপী ১৩তম জাতীয় সম্মেলন শুরু

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমার সমর্থিত পিসিজেএসএস) ১৩তম জাতীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৮শে মে) সকাল ১০টায় মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষ বেলুন উড়িয়ে ১৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন মারমা সমর্থিত) বিদায়ী কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা।

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সকল অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন” এমন স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিসিজেএসএস বিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, পিসিজেএসএস কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ মোহন চাকমা, সাধারন সম্পাদক বকুল চন্দ্র চাকমা, প্রাক্তন সভাপতি রবি শংকর তালুকদার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু, পিসিজেএসএসের বিদায়ী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক কাকলী খীসা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা জিমিট, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রভা চাকমা।

এ সময় বক্তারা বলেন,পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার জোর দাবি জানান।
এতে তিন দিনব্যাপী আয়োজিত এই জাতীয় সম্মেলনে ৪৫০পর্যবেক্ষক ও প্রতিনিধি অংশ নেন। এর আগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব করা হয় সংগঠনের পক্ষ থেকে।