খাগড়াছড়ির রামগড়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি যথাযথ মর্যাদা ও আনন্দ র‌্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার(২৮শে মে) আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়ানোর পর আনন্দ র‌্যালীটি উপজেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে পরিষদ হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী ও গুণীজনদের মাঝে পুরস্কার ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মিজানুর রহমান।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা অংশগ্রহণ করেন।