নরসিংদীতে অক্টোবরে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন: শিল্পমন্ত্রী

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে, দৈনিক ২ হাজার ৮ শত মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটি অক্টোবরে পরীক্ষামূলক উৎপাদনে আসবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরল মজিদ মাহমুদ হুমায়ুন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটি পরিদর্শন ও সারকারখানার অ্যামোনিয়া প্লান্টের উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী নুরল মজিদ মাহমুদ হুমায়ুন এই তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, চলমান গ্যাসের সংকটের সমাধান শেষ করেই দেশের অন্যতম বৃহৎ এই সারকারখানার উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন হলে দেশের অভ্যন্তরের সারের ঘাটতি পুরণের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী অক্টোবরের শেষদিকে সার কারখানাটি উদ্বোধনের কথা রয়েছে।
পরিদর্শনকালে শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় সারকারখানার অ্যামোনিয়া প্লান্টের উদ্বোধন করেন মন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















