পিরোজপুরের মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ – ২০২৪ পালিত হয়েছে।”ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” এ স্লোগান নিয়ে সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ শামীম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজহারুল ইসলাম।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই আরিফুর রহমান,মেরিন ফিসারিজ অফিসার মোছাঃ নাছরিন বানু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন,১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা ধরা বন্ধ থাকাকালীন প্রকৃত জেলেরা ৪০ কেজি করে চাল সহ সব ধরনের সুযোগ সুবিধা পাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন