নেত্রকোণার মদন প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোণার মদন প্রেসক্লাবের আয়োজনে ও সাংবাদিকদের সন্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মদন প্রেসক্লাব মিলাতায়নে ইফতার ও দোয়া মাহফিল সৌহার্যপূর্ন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য একে অপরের সাথে সুন্দর পরিবেশে কুশলাদি বিনিময় করেন। এবং সাংবাদিকদের ছেলে-মেয়েরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের পরিচালনা সভাপতিত্ব করেন মদন প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-মাহবোব আলম (আল- আমিন)।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, ডাঃ তায়েব হোসেন,প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন।
এ ছাড়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন