লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে জয়িতা পুরষ্কার পেলেন এসডিএফের চার সদস্য
“জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার পেলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ০৪ জন নারী সদস্য।
উপজেলা প্রশাসন কমলনগর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আজ (০৯ ডিসেম্বর) শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়। নির্বাচিত ০৪ জন জয়িতা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার অধীনস্থ আরইএলআই প্রকল্পের আওতায় ০৫ নং চর লরেন্স ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির সদস্য।
০৪ টি ক্যাটাগরিতে যে ০৪ জন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়ে সন্মাননা ও পুরষ্কার প্রাপ্ত হলেন তারা হলো:
কিল্লাপাড়া গ্রাম সমিতির মর্জিনা আক্তার (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু) ও আছমা আক্তার (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী) এবং তোরাবগঞ্জ উঃ পাড়া গ্রাম সমিতির বিবি মরিয়ম (সমাজ উন্নয়ন) ও নাজমা বেগম (সফল জননী)।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুচিত্র রঞ্জন দাস, উপজেলা নির্বাহি অফিসার, কমলনগর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কমলনগর উপজেলা।
উল্লেখ্য যে, মর্জিনা আক্তারকে জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত করা হয় এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজিব কুমার সরকার, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আকতার হোসেন, পুলিশ সুপার ও ডাঃ আহাম্মদ কবীর, সিভিল সার্জন, লক্ষ্মীপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সুলতানা জোবেদা খানম, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন