ইরানে হামলা চালানোর ক্ষমতা নেই সৌদির

লেবাননের সাবেক প্রেসিডেন্ট এমিল লাউদ বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরানে সামরিক হামলা চালানোর মতো যথেষ্ট শক্তি সৌদি আরবের নেই। তাসনিম নিউজ।

তিনি বলেন, সৌদির চেয়ে কয়েকশগুণ শক্তিশালী হওয়া স্বত্বেও হিজবুল্লাহর ওপর হামলা চালাতে অক্ষম ইসরায়েল। বুধবার লেবাননের আল মায়েদিন টেভিভিশনে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন লেবাননের সাবেক এই প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইরানে হামলা চালানোর ক্ষেত্রে সৌদি আরব যথেষ্ট দুর্বল। তাসনিম নিউজ এজেন্সির এক খবরে বলা হয়েছে, আরব দেশগুলো এবং হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর ইসরায়েলের নতুন চক্রান্তের প্রতি সতর্ক থাকতে লেবাননের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এমিল লাউদ।

লাউদ বলেন, যদি লেবাননে হিজবুল্লাহ না থাকত তবে এতদিনে তা ইসরায়েলের দখলে চলে যেত।

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দীর্ঘমাত্রার বুরকান এইচ-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে।

সোমবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, ইরানের বিধ্বংসী কর্মকাণ্ডের সঠিক জবাব দেয়ার ক্ষমতা রাখে তার দেশ।

মঙ্গলবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে অভিযোগ করেন যে, আনসারুল্লাহ যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করছে ইরান। এই ঘটনাকে সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন বলে উল্লেখ করেন তিনি।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, তাদের বিরুদ্ধে আনা সৌদির অভিযোগ মিথ্যা এবং বিপজ্জনক।

ইরান এবং সৌদির এমন পাল্টা বাক্য বিনিময়ের মধ্যেই ইরানের প্রতি সমর্থন জানিয়ে সৌদির সমালোচনা করলেন এমিল লাউদ।