শূন্য রানে ১০ উইকেট, বিরল রেকর্ড ভারতীয় পেসারের

টি২০ ম্যাচে শূন্য রান দিয়ে ১০ উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েছেন ভারতীয় বোলার আকাশ চৌধুরী।।

বুধবার জয়পুরে অনুষ্ঠিত একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এ কীর্তি গড়েন রাজস্থানের বাঁহাতি মিডিয়াম পেসার।

ওই ম্যাচে আগে ব্যাট করে আকাশের দল দিশা ক্রিকেট অ্যাকাডেমি। নির্ধারিত ২০ ওভারে তারা ১৫৬ রান তোলে।

পরে আকাশের বিধ্বংসী বোলিংয়ের সৌজন্যে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষ টিম। দিনের শেষে আকাশের বোলিং গড় এ রকম- ৪-৪-০-১০!

আকাশ বল করতে এসেই প্রথম ওভারে ২ উইকেট নেন। দ্বিতীয় ও তৃতীয় ওভারেও বিপক্ষের ২টি করে উইকেট তুলে নেন এই বোলার। আর চতুর্থ ওভারে বল করতে এসে বিপক্ষের বাকি ৪ উইকেট তুলে নিয়ে বিরল এই নজির গড়ে ফেলেন আকাশ।

শেষ ওভারে অবশ্য হ্যাটট্রিকও করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও বেশ কয়েকজন বোলার কোনো রান না দিয়েই একাধিক উইকেট নিয়েছেন। কিন্তু কেউই ১০ উইকেট নিতে পারেননি। ভবিষ্যতেও কেউ এমন নজির গড়তে পারবেন, এ সম্ভাবনাও ক্ষীণ! ফলে আকাশের কৃতিত্ব হয়তো চিরকাল রেকর্ড হিসেবেই ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে।