উপকূল জুড়ে টানা বর্ষনে দুর্ভোগ, সূর্য ওঠেনি সারা দিনেও

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপক‚ল জুড়ে গতকাল রাত থেকে ঝড়ো হাওয়ার সাথে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগারও বেশ উত্তাল হয়ে উঠেছে।

গত ২৪ ঘন্টায় উপজেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া গতকাল রাত ১০ টা থেকে টানা বর্ষনে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ফলে ঘর থেকে বের হতে না পাড়ায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একই সাথে উপকে‚লীয় এলাকায় মঙ্গলবার সকাল থেকে সূর্যের দেখা না মিললেও বাতাসের গতিবেগ বেড়েছে অনেক। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি ।

এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছধরা ট্রলারসমূহ নিয়ে নিরাপদে তীরে ফিরে এসেছে সমুদ্রগামী জেলেরা । তবে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে মৌসুমী সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, বৈরি আবহায় সিংহভাগ জেলেরা ঘাটে ফিরে এসছে। তবে এখনও পর্যন্ত কোন ট্রলার মিসিংএর খবর পাওয়া যায়নি।