বঙ্গপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলার থেকে ২৫ জেলে উদ্ধার

পটুয়াখালীর পায়রাবন্দর দ্বিতীয় বয়া সংলগ্ন বঙ্গপসাগরে ২৫ জেরেসহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। সোমবার রাতে ওই ট্রলারটির নিচের অংশ (তলা) ফেটে গিয়ে সমুদ্রে নিমজ্জিত হলে অদুরে থাকা মাছধরা অপর একটি ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় ২৫ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে ডুবে যাওয়া ট্রলারের সরঞ্জামসহ জাল সাবার উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত জেলেদের মৎস্যবন্দর আলীপুর ঘাটে নিয়ে আসা হয়।

জেলেরা জানায়, রবিবার বিকালে মহিপুর ঘাট থেকে চট্রগ্রামের এফবি হাজী আনোয়ার ট্রলারটি ২৫ জেলেকে নিয়ে সমুদ্রে মাছ শিকারে যায়। সোমবার রাত ১০ টার দিকে দ্বিতীয় বয়ার কাছে পৌছালে পানির নিচে থাকা কিছু একটার সাথে ধাক্কা লেগে বিকট শব্দে ট্রলারের তলঅ ফেটে মুহুর্তের মধ্যে ডুবে যায়।

এফবি হাজী আনোয়ার ট্রলারের তত্বাবধায়নকারী আবদুর রহিম খান জানান, ২৫ জেলেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে এসছে নিকটবর্তী থাকা অপর একটি ট্রলারের জেলেরা। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি