উপলব্ধি

উপলব্ধি
আব্দুল মতিন
এখন মোদের কতো না হা-হুতাশ
নিঃশ্বাসের নাইযে একটুও বিশ্বাস।
চিরসত্য জেনেও তা ছিলাম ভুলে,
মৃত্যুর মিছিল দিল দু’চোখ খুলে।
এখন দাঁড়িয়ে আছি মৃত্যুর দ্বারে,
হায়! কখন যে কে, যায় পরপারে!
মৃত্যুর মিছিল শুধুই যাচ্ছে বেড়ে-
কখন কার প্রাণ নেয় যে কেঁড়ে!!
কোনদেশে কতজনের গেল জীবন,
সেকথানয়,মানুষতো সবাই আপন।
অকাতরে ঝরে যাচ্ছে প্রাণ কত,
শুনছি ও দেখছি অসহায়ের মত!
কে? ইটালীয়ান নাকি আমেরিকান,
সে যেই হোক মানুষ সে একই প্রাণ।
করোনার শিকার পুরা মানবজাতি,
করোনারবিরুদ্ধে এসো যুদ্ধে মাতি।
ভুলে যাই ধর্ম বর্ণ ভুলি জাতিভেদ,
ভুলে যাই যার মনে আছে যত খেদ।
আর নয় মানুষে মানুষে যুদ্ধ ধরায়,
তাতে শুধু মানুষেরই ক্ষতি বাড়ায়।
মানুষকে মারার জন্য নয় মারণাস্ত্র
মানুষ রক্ষায় মোরা হই একতাবদ্ধ।
তাই সকল জাতি হইয়া একত্রিত-
অদৃশ্য ভাইরাসকে করি পরাজিত।
করোণার ভয়ালতা নয়তো একার,
মৃত্যুর মিছিলে সারাবিশ্ব একাকার।
বৈশ্বিক এ দুর্যোগ করিতে প্রতিহত,
মহান স্রষ্টার প্রতি মোরা হইঅনুগত
করোনা ভাইরাসের নেই যে করুণা,
ওগো দয়াময় চাই তোমার করণা!
তোমার অপরিসীম করুণার কাছে
করোনার কি কোন তুলনা আছে?
নাই, নাই জানি আমরা ঈমানদার
অতুল্য তুমি মহান পরোয়ারদিগার!
তোমার দয়ায়ই পাব একদিন মুক্তি
বিশ্বব্যাপীএখন এইএকই উপলব্ধি।
হে আল্লাহ,মানবজাতির হোক জয়,
তব কৃপায় কোভিড -১৯ এর হোক পরাজয়।।
সহকারী শিক্ষক (ইংরেজি)
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন