মাগুরায় যুব গেমস্ অনুর্ধ্ব-১৭
কাবাডি ইভেন্টে-শালিখা উপজেলা তরুণী ও তরুণ কাবাডি দল চ্যাম্পিয়ন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/Magura-Sports-pic-23.12.17-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় তরুণ-তরুণী অনুর্ধ্ব-১৭ বাংলাদেশ যুব গেমস্ এর কাবাডি ইভেন্টের দুইটি ফাইনাল খেলা শনিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেষ হয়েছে।
চরম উত্তেজনাপূর্ণ এ খেলায় সকালে শালিখা উপজেলা অনুর্ধ্ব-১৭ তরুণী কাবাডি দল শ্রীপুর উপজেলা অনুর্ধ্ব-১৭ তরুণী কাবাডি দলকে ১৮ পয়েন্টে পরাজিত করে যুব গেমস্ ে চ্যাম্পিয়ন হয়।
বিকালে দ্বিতীয় খেলায় শালিখা উপজেলা অনুর্ধ্ব-১৭ তরুণ কাবাডি দল মহম্মদপুর অনুর্ধ্ব-১৭ তরুণ কাবাডি দলকে ২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কাবাডি খেলা পরিচালনা করেন মো: তৈয়বুর রহমান, সাদ্দাম হোসেন গোর্কী , ফিরোজ মুন্নী ও তুষার মুন্নী।
সোমবার যুব ইভেন্টের এ্যাথলেটিকস্, দাবা , বক্সিং ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে । বিকালে এ গেমস্রে সমাপনি হবে বলে জানা গেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এ যুব গেমস্রে আয়োজন করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন