কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বাড়িতে অগ্নিসংযোগ ও গাছে বেঁধে নির্যাতন
কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেয়া এবং গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশি সহায়তায় উদ্ধার করা হয়েছে নির্যাতিত যুবককে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে জমি দখল নিয়ে ঘটনার সূত্রপাত।
জানা যায়, সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের আব্দুর রহমান ও শাহবর নামের দুই ব্যক্তির মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি এলাকার চিহ্নিত ভূমিদস্যু মো. শাহবর আলী ও তার লোকজন জমিতে চাষাবাদ করতে যাওয়া আব্দুর রহমান ও সহোদর রফিকুল ইসলাম গাছে বেঁধে ব্যাপক মারধর করে। এ সময় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জমির প্রকৃত মালিক আব্দুর রহমান সেই ২০১৪ সালের জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। কিন্তু শাহবর ও তার লোকজন বিবদমান জমিটি বেদখল করে পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে। তারা এর আগেও এলাকার অনেকের জমি দখলে নিয়েছে।
নির্যাতিত রফিকুল ইসলাম জানান, ‘আমার দুই হাত রশি দিয়ে বেঁধে কিল ঘুষি দিয়ে পকেট থেকে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা শাহবর ও তার ছেলে আহসান ছিনিয়ে নেন এবং আমাদেরকে ফাঁসাতে শাহবর নিজে তার বাড়ির পূর্ব দিকে পরিত্যক্ত একটি ঘরে আগুন লাগিয়ে দেয়।’
অভিযুক্ত শাহবর আলী বলেন, ‘আমার পৈত্রিক জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু আব্দুর রহমান আমার শরীকদের জমি কিনে আমার জমি দখলে নিয়েছে। এজন্য আমি আমার জমি উদ্ধারের চেষ্টা করছি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা আর.এম সাইদ জানান, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন