চট্টগ্রামে নাশকতা মামলায় দুই যুবদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলার দুই অভিযুক্তকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। তারা দুজনই যুবদল নেতা।
শনিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
গ্রেপ্তার দুজন হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. রবিউল হোসেন বাদশা। তিনি পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের রফিক আহম্মদের পুত্র। অপরজন চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা (৫০)। তিনি রাউজান থানার লেলাংগারা গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।
র্যাব জানান গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন