টাচ মোবাইল না কিনে দেওয়াই কলেজ ছাত্রীর আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/efwsf.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় টাচ মোবাইল না কিনে দেওয়াই বাবার উপর অভিমান করে মিতা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মিতা খাতুন মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের হাসান শেখের মেয়ে। মিতার পিতা পেশায় একজন চা বিক্রেতা হয়াই তার পক্ষে মেয়ের দাবি পুরণ করা সম্বব না হওয়াই এই আতহত্যার ঘটনা ঘটে। মিতা এ বছর মাগুরা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
প্রতিবেশি আলীনূর হোসেন জানান, মিতা প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে নিজের শোবার ঘরের ঘুমতে যায়। ভোর হয়ে গেলেও ঘরের দরজা না খুলায় মা টুপি খাতুন ঘরের দরজা ভেঙ্গে দেখে মেয়ে গলায় ফাঁস দিয়ে আতহত্যা করেছে। মৃত্যু আগে একটু চিরকুট লিখে যায়,আমার মৃত্যুর জন্য আমি দায়ি আমার মরাদেহ যেন পোস্টমেটাম না করে ।
জেলা প্রশাসক অতিকুর রহমান বলেন, মা ,বাবার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের বেশি করে ক্লাসগুলোতে ছাত্র-ছাত্রী সচেতন করতে হবে। তিনি আরো বলেন, মিতা মত আর কোন মেয়ে যেন এই ভাবে আতহত্যা না করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন