ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঠাকুরগাঁর পীরগঞ্জের ৩ সাংবাদিক সহ চার জন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩ সাংবাদিক সহ চার জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের তারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক (জেলা ও দায়রা জজ) ড. মো. আব্দুল মজিদ মঞ্জুর করেন।
জামিন পাওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আলিম, দৈনিক গনমানুষের আওয়াজ ও দৈনিক জবাবদিহি পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তারেক বাঁধন ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ফাইদুল ইসলাম।
অপর ব্যক্তির নাম হলেন আনোয়ার হোসেন। তার বাড়ি পৌর শহরের রঘুনাথপুর মহল্লায়। ২০২২ সালে ১৫ এপ্রিল লিখিত অভিযোগ ও মামলার সূত্র ধরে “পাহাড়াদারের হাত পা বেধে পুকুরের ৪৫ মণ মাছ নিধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশিত হওয়ার ৮ মাস পর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে উপজেলার সিংগারোল গ্রামের খায়রুল আলম নামে এক অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক ২০২৩ সালে ১৮ জানুয়ারি রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫ ও ২৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন