নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে স্টেডিয়ামে হাজারো নেতাকর্মীর ঢল
নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইযা স্টেডিযামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২ টার পর সমাবেশ শুরর কথা থাকলেও ভোর থেকেই এখানে ভীড় জমিয়েছেন জেলা সদর ও উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো নরসিংদী জেলায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
ভোরে দেখা গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডিসি রোড এলাকায় অংশ ও বিভিন্ন সড়ক দিয়ে মিছিলে-স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত জনসভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে ঘাটের দিকে আসছেন নেতাকর্মীরা।
মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা আছেন।
পাশাপাশি আওযামী লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবন্দরাও জনসভাস্থল আসতে শুর করেছেন। তারা সবাই নরসিংদী স্টেডিামে জনসমাবেশ অংশ নেবেন।
জনসমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জানিয়েছেন, নরসিংদীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এ জন্য তারা সকাল থেকেই এখানে জমায়েত হয়েছেন। নরসিংদী বাসীর প্রানের দাবীগুলো প্রিয় নেত্রীর কাছে তুলে ধরবেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন