নরসিংদীতে শিবপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/2-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর শিবপুরে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, একটি চুরির মামলায় ২০১৩ সালে বিল্লালকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন মিয়ার সার্বিক দিক নির্দেশনায় এএসআই নূরল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভরতেরকান্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন মিযা বলেন, রায় ঘোষণার পর থেকেই বিল্লাল পলাতক ছিলো। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন