সাতক্ষীরার কালিগঞ্জে অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাত : দুলাভাই আটক

কালিগঞ্জে শালা-দুলাভাইয়ের মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরি মেরে সিরাজুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে মারাত্মক জখম করা হয়েছে।

রবিবার দুপুর ৩ টার দিকে পোর্ট বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিরাজুল উপজেলার বসন্তপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত দুলাভাই আজগর আলী (৪২) কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আটককৃত আজগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসত বাড়ি থেকে সুরীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজগর আলী উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত আনছার আলীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।