নেত্রকোনার মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG_20221110_113857-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনা মদন উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃশাহনুর রহমান, ডিজিটাল উদ্ভাবনী মেলায় পরিচালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ জামাল আহাম্মেদ।
এসময় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম,বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া,তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল,সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ প্রভাষক গিয়াস মাহমুদ,মদন থানা অফিসার ইনচার্জ মোঃতাওহীদু ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সুজিত কুমার ঘোষ,উপজেলা সন্তান কমান্ডের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দফতরে প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।
ডিজিটাল উদ্ভাবনী মেলার ০৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহন করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়া ও২২টি অংশগ্রহনকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম,২য়,৩য়,ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন