বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৫ বোতল বিদেশী মদসহ এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার নোয়াখলা এলাকার সাত্রাপাড়া গ্রামের মোকারাম বাড়ির মো. ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) এবং কুমিল্লা জেলার নাঙলকোট থানার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এবং সহকারী পুলিশ সুপার নিত্যানন্দের সার্বিক দিক নির্দেশনায়, চাটখিল থানা অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাচালানীদের গ্ৰেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















