বিপিএল শুরু ৪ নভেম্বর, নতুন দল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। ব্যাট-বলের জমজমাট এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২ নভেম্বর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের সঙ্গে এবার যুক্ত হচ্ছে সিলেটও। এর আগে আর্থিক বিশৃঙ্খলার কারণে বাদ পড়েছিল সিলেট সুপারস্টারস।
বিপিএলের এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। মোট ম্যাচ হবে ৬০টি। প্রতিটি দলে এবার ৪ কিংবা ৫ জন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১৬ সেপ্টেম্বর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন