ভারতের এই অস্ত্রগুলি দুই দেশের কাছে চিন্তার কারণ
অর্থনৈতিক শক্তি যতটা শক্তিশালী, ততটা শক্তিশালী ভারতের সেনাবাহিনীও৷ ভারতের সেনারা, বিশ্বের সেরা পাঁচটি সেনাবাহিনীর অন্যতম৷
বিশ্বের সবথেকে বেশি অস্ত্র আমদানি কারক দেশ হল ভারত৷ তবে উল্লেখযোগ্য বিষয় এই যে ভারতের এইসব অস্ত্রে সবথেকে বেশি চিন্তিত চিন এবং পাকিস্তান৷ ভারতের কোন কোন অস্ত্র এই দুই দেশের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে দেখে নেওয়া যাক…
►সুখোই ফাইটার বিমান: সুখোই ফাইটার জেট ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্যতম শক্তিশালী ফাইটার প্লেন৷ রাশিয়া থেকে এটি ভারত আমদানি করে৷ ৪০০০কিলোমিটারের থেকে বেশি উড়তে সক্ষম এই সুখোই ফাইটার বিমান৷ একইসঙ্গে ৮০০০কিলোগ্রাম অস্ত্র বহন করতে পারে এই বিমান৷ সুখোই-৩০এমকেই-তে এমন প্রযুক্তি রয়েছে যা বিশ্বের অন্য কোনও ফাইটার প্লেনের কাছে নেই৷
►ব্রহ্মোস: ভারত এবং রাশিয়ার যৌথ প্রচেষ্টার ফল এই ব্রহ্মোস৷ প্রতি ইউনিটে এর মূল্য ২০কোটি টাকা৷ ভারত তথা বিশ্বের সবথেকে আধুনিক ক্রুজ মিসাইল এটি৷ বিশ্বের কোনও মিসাইল এই শক্তিশালী ব্রহ্মোসের সঙ্গে মোকাবিলা করে উঠতে পারবে না এমনটাই মত অনেকের৷
►আইএএএস চক্র ২: এটি রাশিয়া নির্মিত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন একটি সাবমেরিন৷ ২০১২সালে একে ভারতীয় নৌসেনাতে যুক্ত করা হয়৷ এটি ভারতের ঝুলিতে আসা মাত্রই ভারত, সাবমেরিন রয়েছে এমন ছ’টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হয়ে ওঠে৷ মূলত কে-১৫২ নেরপা নামের অকুলা-২ শ্রেণীর এই সাবমেরিনটি রাশিয়ার থেকে আমদানি করে ভারত৷
►আইএসএস বিক্রমাদিত্য: ভারতের সবথেকে বড় এয়ারক্রাফট কেরিয়ার হল এই আইএনএস বিক্রমাদিত্য৷ ভারতীয় নৌসেনায় এটি যুক্ত হওয়ার পর নৌসেনা আরও শক্তিশালী হয়ে ওঠে৷ এটি ২৮৩.৫মিটার দীর্ঘ, সমুদ্রে যার অবাধ বিচরণ৷
►পি ৮১নেপটিউন: এই পি ৮১নেপটিউন খুবই শক্তিশালী এবং যে কোনও এয়ারক্রাফ্টের থেকে অনেক এগিয়ে৷ ২০০০হাজার কিলোমিটারের মিশনে এই নেপটিউন ৪ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম৷ এতে অত্যাধুনিক ব়্যাডারও রয়েছে৷
►টি-৯০এস ভীষ্ম: ভারতীয় সেনার অন্যতম শক্তি এই টি-৯০এস ভীষ্ম৷ ৫কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম এই ট্যাংকে কোনওরকম রাসায়নিক বা বায়োলজিক্যাল অথবা রেডিওঅ্যাক্টিভ অ্যাটেকের প্রভাব পড়বে না৷ এই ট্যাংকটি এমন ভাবে তৈরি করা হয়েছে যার গায়ে কোনও বোমা ধাক্কা লাগা মাত্রই শক্তিহীন হয়ে যাবে৷ এর ওজন ৪৮টন৷ –কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন